২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি
-

সুপ্রিয় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩২. কারবার প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কী?
(ক) গ্রাহক সেবা বৃদ্ধি করা (খ) মুনাফা অর্জন করা
(গ) জালিয়াতি দূর করা
(ঘ) শ্রমিকদের অবনতি দূর করা
৩৩. হিসাববিজ্ঞান বলতে আভিধানিক অর্থে কী বোঝায়?
(ক) আর্থিক লেনদেন সম্পাদন (খ) গণনা সম্পর্কিত বিজ্ঞান
(গ) ব্যবসায়ের পরিধি বৃদ্ধি (ঘ) প্রযুক্তির আধুনিক ব্যবহার
৩৪.হিসাববিজ্ঞানকে সামাজিক বিজ্ঞান বলার যৌক্তিকতা কোনটি?
(ক) লেনদেন হিসাবভুক্তিতে দ্বৈতসত্তা নীতি অনুসরণ করা
(খ) হিসাবে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা
(গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি তহবিল গঠন করা
(ঘ) সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করা
৩৫. হিসাববিজ্ঞান কার্যক্রম কতগুলো বিশেষ নীতি ও পদ্ধতির সমন্বয়ে উদ্দেশ্য সাধন করে থাকে। এ দিকটি বিবেচনায় হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
(ক) কলা
(খ) যুক্তিবিদ্যা
(গ) ব্যবস্থাপনা
(ঘ) সামাজিক বিজ্ঞান
৩৬. মূল্যবোধ ও জবাবদিহিতার অভাবে মানুষ কী হয়ে যায়?
(ক) দরিদ্র (খ) অসুস্থ
(গ) স্বেচ্ছাচারী (ঘ) অলস
উত্তর : ৩২. খ, ৩৩. খ, ৩৪. ঘ, ৩৫. ক, ৩৬. গ।


আরো সংবাদ



premium cement